Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

শিশু আবদুর রহমান তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৫:২১ পিএম

রাজধানীর কাজলায় নিজ বাসায় বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে পড়ে আবদুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

শনিবার (১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

শিশুটির বাবা মো. শাকিব জানান, বাসায় কাজে আবদুর রহমানের মা ফাতেমা যখন অন্য কাজে ব্যস্ত ছিল, তখন সে এক ফাঁকে বাথরুমে যায়। সেখানে পানিভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে আর উঠতে পারেনি। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারপর দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “শিশুর মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।”

   
Banner

About

Popular Links

x