Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে মেয়ে জামাতার বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ

এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:৪০ এএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রহিমা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জামাতার বিরুদ্ধে। 

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে রহিমা বেগম ঘরের বাইরে বের হলে মেয়ে জামাই ইউনুস মোল্যা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। আক্রান্তের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ইউনুস পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ে গেলে সেখানকার চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

   

About

Popular Links

x