Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

বসতঘরে আগুন লেগে প্রাণ গেলো দাদি-নাতনির

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০১:৪৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বসতঘরে আগুন লেগে এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন। 

রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনসার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার রুকমান মোল্লার স্ত্রী বরু বেগম (৯০) ও তার নাতনি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টায় একটি টিনের চৌচালা ঘরের আড়ার সঙ্গে সিলিং ফ্যানের গোড়া থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে শুয়ে থাকা বৃদ্ধা বরু বেগম ও তার নাতনি তাসমিয়া পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাবেকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের সবকিছু পুড়ে গেছে।  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। ইউএনও জাকির হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

   

About

Popular Links

x