কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই তরুণী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শহরের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, জামান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ছেড়ে দৌলতপুর উপজেলার প্রাগপুরের দিকে যাচ্ছিল। কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার নামক স্থানে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। এতে ১৮-১৯ বছর বয়সী দুই তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী।
মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ওসি দেলোয়ার হোসেন খান জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেছেন পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ দেবব্রত রায় জানান, দুর্ঘটনার পর উদ্ধার কাজে রেকার পাঠিয়ে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।