Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:১৬ পিএম

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “প্রতিভাবান এই অভিনেতাকে তার কাজের জন্য চিরদিন স্মরণ করা হবে।”

প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে ১৭ অক্টোবর বেলা ৩টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান মাসুম আজিজ। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মাসুম আজিজ ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। এ বছরের ২ জানুয়ারি তার শরীরে ক্যানসার ধরা পড়ে।

মাসুম আজিজের ছেলে উৎস জামান জানান, মঙ্গলবার অভিনেতার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

About

Popular Links