Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

সেনাপ্রধান: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

এদিন তিনি ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে নবনির্মিত একটি ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি গান পজিশনের উদ্বোধন করেন

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০২:২৬ পিএম

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, “আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে। আর্মি কোরের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং প্রতিটি সদস্যের আগামী দিনে দেশসেবার অন্যন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।”

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও আর্মি মেডিকেল কোরের ত্রয়োদশ কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।

পরে তিনি ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে নবনির্মিত একটি ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি গান পজিশনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা সেমি অটোমেটিক গ্রেনেড লাঞ্চারের প্রশিক্ষণ ফায়ারিং অবলোকন করেন।

এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটগুলো ফায়ারিং রেঞ্জে তাদের প্রশিক্ষণ পরিচালনা করতে সক্ষম হবে। 

এদিন শহীদ সালাউদ্দিন সেনানিবাসে একটি একটি গাছের চারা লাগান সেনাপ্রধান। 

এ সময় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোশফেকুর রহমান, ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x