বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ আকন্দ (১৬) নামে এক মাদ্রাসাছাত্র ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, বাবা-মা রাত জেগে ফেসবুক চালাতে ও ফোনে কথা বলতে নিষেধ করায় অভিমানে ওই ছাত্র আত্মহত্যা করে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, বিদ্যুৎ আকন্দ এ বছর নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। সে রাত জেগে ফোনে কথা বলতো ও ফেসবুক চালাতো। এ কাজে বাবা-মা বিরক্ত হয়ে তাকে শাসন করেন। এতে অভিমানে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয়। শুক্রবার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
তবে স্থানীয়দের বরাতে হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো জানান, প্রেমঘটিত কারণে বিদ্যুৎ আত্মহত্যা করেছে। প্রায় চার বছর আগে বজ্রপাতে তার ভাইয়ের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।