ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের তিনটি চাকা ফেটে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (২১ অক্টোবর) থাইল্যান্ড থেকে আসা ওই ফ্লাইটটিতে ১১০ জন যাত্রী ছিল। এ ঘটনায় এক ঘণ্টা ধরে রানওয়েতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “থাইল্যান্ড থেকে আসা বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণের পর টায়ার ফেটে যায়। বিমানটিতে ১১০ জন যাত্রী ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোনো ফ্লাইটেরই দেরি হয়নি। তবে অভ্যন্তরীণ দুটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।”