Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইতালিতে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার

রুবেল মাতবর নামের অভিযুক্ত ওই যুবকের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:৫২ এএম

ইতালিতে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নাপোলি বন্দরের পিসাকানে গেটের ভেতরে পার্কিং লটের কাছে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত রুবেল মাতবরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি বৈধতা হারিয়ে ইতালিতে অনিয়মিত হিসেবে অবস্থান করছিলেন।

বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি স্টার।

এ বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “নাপোলিতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ফিয়োরেল্লা ব্রেয়িয়ার কাছ থেকে আমরা প্রথমে ঘটনাটি জানতে পারি। আমরা ঘটনার বিস্তারিত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। উপযুক্ত বলে বিবেচিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা বাংলাদেশ ও কমিউনিটি জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং কলঙ্কজনক।”

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, চার-পাঁচ বছর আগে লিবিয়া হয়ে ইতালি আসেন রুবেল মাতবর। পরে ইতালির বৈধ কাগজপত্রও পান। কিন্তু নানা অনৈতিক কাজের জন্য থানা পুলিশ তার কাগজপত্র জব্দ করে।

তিনি ইতালির কালাব্রিয়া শহরে থাকার সময় দাঙ্গা-হামাঙ্গাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ কাগজপত্র জব্দ করার পর তিনি নাপোলিতে চলে আসেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাপোলি বন্দরের পিসাকানে গেটের ভেতরে পার্কিং লটের কাছে রুবেল মাতবর ইতালীয় নারী পুলিশ সদস্যের মাথায় পাথর দিয়ে আঘাত করে ধর্ষণ করেন।

এরপর, ধর্ষণ ও হত্যাচেষ্টার জন্য নেপলস পুলিশ রুবেল মাতবরকে গ্রেপ্তার করে ইতালির পুলিশ।

রুবেল অপরাধ স্বীকার করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

   
Banner

About

Popular Links

x