Sunday, June 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইরাকে বড়পীরের মাজারে গিলাফ দিলো বাংলাদেশ

ধর্মপ্রচারক হযরত শেখ আব্দুল কাদের জিলানী মুসলিমদের কাছে বড়পীর নামে পরিচিত

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:৪৫ এএম

ইরাকের বাগদাদে মুসলিম ধর্মপ্রচারক বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী এর মাজার শরীফে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি দৃষ্টিনন্দন গিলাফ দেওয়া হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী মাজার কর্তৃপক্ষের কাছে গিলাফটি হস্তান্তর করেন।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, কারুকার্য খচিত এ গিলাফটি মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সময় মাজারের প্রধান মুতওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল গিলানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুদৃশ্য গিলাফটি উপহার হিসেবে দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় মাজার কর্তৃপক্ষ।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে বড়পীরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন হিসেবে দেওয়া এ উপহার স্থাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হযরত শেখ আব্দুল কাদের জিলানী হলেন একজন মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং ধর্মতত্ত্ববিদ। তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

বাংলাদেশসহ মুসলিম বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। তিনি ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত সুফি প্রচারক হিসেবেও পরিচিত।

   

About

Popular Links

x