Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা পাবেন ডেঙ্গু রোগীরা

সাম্প্রতিক সময়ে সারাদেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার 

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০১:১৬ পিএম

সাম্প্রতিক সময়ে সারাদেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বেড়েছে। এ কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান বলেন, “আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। রবিবার আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।”

দেশে শনিবার একদিনে রেকর্ড সংখ্যক ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সঙ্গে দুজন মারা যাওয়ায় এ বছরের ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে।

শনিবারের তথ্য অনুযায়ী, ঢাকায় ২ হাজার ৩২৮ জনসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

   

About

Popular Links

x