Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিসিটিভি ক্যামেরায় ভোটারের গোপনীয়তা নষ্ট হয় না, দাবি ইসির

ভোটাররা কাকে ভোট দেন, সিসিটিভিতে তা দেখার সুযোগ নেই বলে জানায় নির্বাচন কমিশন

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৫:১৭ পিএম

কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবহারে ভোটারের ভোটদানে গোপনীয়তা নষ্ট হয় না বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (২৩ অক্টোবর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের পর কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে গণমাধ্যমে প্রচারিত হয়েছে, কে কাকে ভোট দিচ্ছে তা দেখার জন্য বুথে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা গোপনীয়তা লঙ্ঘন। এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর।

নির্বাচন কমিশন জানায়, উপনির্বাচনের সময় সার্বিক ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করতেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়। ভোটাররা কাকে ভোট দেন, তা দেখার সুযোগ নেই। শুধুমাত্র ভোটারের সঙ্গে বা ভোটারের পরিবর্তে কেউ বুথে প্রবেশ করেছে কি-না অথবা কেউ পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিয়েছে কি-না, কর্মকর্তারা কেবল সেটিই দেখতে পারেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩১(৭) ধারা অনুযায়ী, যদি কোনো ভোটার অন্ধ হন কিংবা অন্যথায় এতটাই অক্ষম হন যে তিনি কারও সহায়তা ছাড়া ভোট দিতে পারবেন না, তাহলে প্রিসাইডিং অফিসার তাকে ওই সহায়তা নেওয়ার অনুমতি দেবেন। এরপর ভোটার এই আদেশের অধীনে পছন্দমতো ও বিশ্বস্ত ব্যক্তিকে তার ভোটপ্রদানে সাহায্য করার জন্য গোপন কক্ষে নিতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এটা স্পষ্ট যে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে কোনোভাবেই ব্যালটের গোপনীয়তা নষ্ট হয়নি।

   

About

Popular Links

x