Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাগেরহাটে বাড়ির ভেতরে ১১ ফুট লম্বা অজগর

‘ধারণা করা হচ্ছে, সিত্রাংয়ের প্রভাবে সুন্দরবনের উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অজগরটি লোকালয়ে চলে আসে’

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৩:৪৭ পিএম

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মোড়লগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির এই সাপটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন- সুন্দরবন ছেড়ে হাঁসের খোপে ১২ ফুট অজগর

মোহাম্মদ শাহজাহান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে সুন্দরবনের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। অজগর সাপটি মুরগির খোপ থেকে তিনটি মুরগি খেয়ে ফেলে।”

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, সিত্রাংয়ের প্রভাবে সুন্দরবনের উপকূলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অজগরটি লোকালয়ে চলে আসতে পারে।”

About

Popular Links