Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১২:৪০ পিএম

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে চারদিক অন্ধকার নেমে আসে, কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, “ভোর সাড়ে ৫টা কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল পৌনে ৮টায় কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়।”

তিনি আরও বলেন, “এই নৌপথে ছোট-বড় মোট ১১টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এখন ঘাটে কোনো যানবাহনের সিরিয়াল নেই।”

About

Popular Links