রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে মঞ্জুরী পারভীন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নদীতে তলিয়ে যাওয়া তার স্বামী সালাউদ্দিন কাদেরকে (৩২) এখনও পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
সালাউদ্দিন কাদের গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের বাদরুদ্দীনের ছেলে। উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা তিনি। মঞ্জুরী গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের মৃত মফিজ নায়েবের মেয়ে। মঞ্জুরী-সালাউদ্দীন দম্পতির সাত বছরের ছেলে ও দুই বছরের কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, সকালে স্ত্রী-সন্তান নিয়ে পদ্মা নদীর চরে (চাঁপাইনবাবগঞ্জ এলাকার বালিগ্রাম) পিকনিকে করতে যান সালাউদ্দিন। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রী নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যান। বিকাল ৩টার দিকে মঞ্জুরী পারভীনকে উদ্ধার করা হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যা পর্যন্ত সালাউদ্দীনকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।