Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

তাহিরপুরে নির্মাণাধীন স্কুল ভবনের রড মাথায় পড়ে ছাত্রীর মৃত্যু

নিহত উমাইয়া আক্তার ঊষা (৭) শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:৪৫ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে একটি স্কুলের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে রড পড়ে উমাইয়া আক্তার ঊষা (৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঊষা শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম সরোয়ার ডালিম।

তিনি বলেন, “শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রড ঊষার মাথায় পড়ে। পরে আমি এবং তার স্বজনরা দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের জানান, ছাত্রী নিহতের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x