Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে একজন নিহত

কওমীপন্থী ও ফুলতলীপন্থী লোকজনের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৪ পিএম

সিলেট সদর উপজেলার কালারুকা এলাকায় ওয়াজ মাহফিল নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে শাকিব খান (৩২) নামের একজন নিহত হয়েছেন। তিনি পুরান কালারুকা গ্রামের মৃত বাবুল খানের ছেলে। 

বৃহস্পতিবার সকালে কওমীপন্থী ও ফুলতলীপন্থী লোকজনের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলতলীপন্থীদের নেতা ওসমান খাঁসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, “ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে এ দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে শাকিব খান নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আট জনকে আটক করা হয়”।

ময়নাতদন্তের পর নিহতের মরদেহের তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

About

Popular Links