Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু প্রতিরোধে ঘর পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পানি যাতে কোথাও জমে না থাকতে পারে সেজন্য সবাইকে বিশেষ মনোযোগ দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৮:১৮ পিএম

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পানি যাতে কোথাও জমে না থাকতে পারে সেজন্য সবাইকে বিশেষ মনোযোগ দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।”

আরও পড়ুন- ফেসবুকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর জাননোর ৫ ঘণ্টা পর জবি শিক্ষার্থীর মৃত্যু

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে সিভিল এভিয়েশনকেও প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা প্রতিরোধী স্প্রে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার প্রজনন ক্ষেত্র সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।”

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, “এই বছর প্রায় ৩৬ হাজার ডেঙ্গু রোগীর তথ্য নথিভুক্ত করা হয়েছে এবং রবিবার পর্যন্ত দেশে প্রাণঘাতী রোগে ১৩৬ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ২৩ হাজার ডেঙ্গু রোগী, চট্টগ্রামে চার হাজার, খুলনায় এক হাজার ৬০০ ও সিলেটে ৫৩ জন।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “২০১৯ সালে ডেঙ্গু রোগীর সর্বোচ্চ রেকর্ড হয়। সে সময় এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল।”

   

About

Popular Links

x