Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতি নিহত

ওই দম্পতি বাইসাইকেলে কারখানায় কাজে যাচ্ছিলেন

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১০:২৫ এএম

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুত গতির বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বালিথা এলাকায় কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঢাকা ট্রিবিউনকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা তারা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেলে কারখানায় কাজে যাচ্ছিলেন। স্বামী সাইকেল চালাচ্ছিলেন আর স্ত্রী পেছনে বসা ছিলেন। তাদের সাইকেল আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গার্মেন্টসর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটা দ্রুত গতির বাস তাদের ধাক্কা দেয়। এ সময় তারা দুজন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা অপর অজ্ঞাত পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় “

তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তদন্ত  করেপরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x