Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক-গীতিকবি ওমর ফারুক বিশাল

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:৫০ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল। সোমবার (৭ নভেম্বর) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তিনি নরসিংদীর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল-যোগে ঢাকায় ফিরছিলেন।

তার বর্তমান কর্মস্থল জি নিউজ-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিশাল পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। আজ অফিসে যোগ দেয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে করে ফিরছিলেন। কিন্তু তার তো আর ফেরা হলো না। একদিনের ছুটি নিয়ে আজীবনের ছুটিতে চলে গেলেন। এই বেদনা সহ্য করা যায় না।”

রবিবার রাতে বিশাল তার শেষ ফেসবুক পোস্ট গ্রামে বন্ধুদের সঙ্গে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, “নদীর ধারে হাঁসভোজন”। রবিবার দিনে প্রকাশ করেছেন বিলে মাছ ধরা, স্কুল বন্ধুদের সঙ্গে আড্ডার ছবি।

ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ ক'টি গণমাধ্যমে কাজ করেছেন। তিনি বেশকিছু গান লিখেছেন ও সুর করেছেন।

About

Popular Links