Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচন করতে পারবেন রেজা কিবরিয়া

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ব্যবহার করলেও তা পরিশোধ করেননি রেজা কিবরিয়া। তবে তিনি জানান, দীর্ঘ দিন বিদেশে থাকায় তিনি যথাসময়ে ক্রেডিট কার্ডের বিলটি দিতে পারেননি, যা তিনি ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছেন।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৫ পিএম

হবিগঞ্জ-১ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়া। আজ শুক্রবার আপিল আবেদনের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণফোরামের হয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

তবে যাচাই-বাছাই শেষে ক্রেডিট কার্ডে ঋণখেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার ইসিতে আপিল করেন তিনি।

আপিল কর্তৃপক্ষ ইসি শুক্রবার বিকালে রেজা কিবরিয়ার আবেদনের শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে।

গণফোরাম বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গী হওয়ায় রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ব্যবহার করলেও তা পরিশোধ করেননি রেজা কিবরিয়া। তবে তিনি জানান, দীর্ঘ দিন বিদেশে থাকায় তিনি যথাসময়ে ক্রেডিট কার্ডের বিলটি দিতে পারেননি, যা তিনি ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছেন।

   

About

Popular Links

x