Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

আরও ৭৮ জন প্রার্থিতা ফিরে পেলেন আজ

এর মধ্যে বিএনপির ২১ জন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ পিএম

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন শুক্রবার বিএনপির ২১ জনসহ ৭৮ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। পাশাপাশি আজ আরও ৬৫ জনের প্রার্থিতা বাতিল এবং সাতজনের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখে নির্বাচন কমিশন।

তিন দিনব্যাপী আপিল শুনানির দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন মোট ১৫০টি আবেদনের ওপর শুনানি করে। এর মধ্য দিয়ে দুদিনে ১৫৮ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেলেন।

এর আগে প্রথম দিন বৃহস্পতিবার ১৬০টি আবেদনের ওপর শুনানি করে ৮০ জনের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে কমিশন। আগামী রবিবার আপিল আবেদনের ওপর শুনানির শেষ দিন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সারাদেশে ৫৪৩ জনের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন।

   

About

Popular Links

x