Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজার সৈকতের ফটোগ্রাফারকে ছুরিকাঘাতে হত্যা

এ ঘটনায় স্থানীয় এক তরুণকে আটক করেছে পুলিশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৭:৪৭ পিএম

কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার সোহেল (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতেন।

নিহতের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বিকেলে সোহেল তাকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় স্থানীয়রা অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলে এবং আটকে রাখে। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্তকে আটকের বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয়দের একটি পক্ষ উত্তেজিত হয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

   

About

Popular Links

x