Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

লিফটের ভেতর থেকে কিশোরীর লাশ উদ্ধার

একই লিফটে আটকা পড়া ভবনের নিরাপত্তা প্রহরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৭:১০ পিএম

বান্দরবান জেলা শহরের একটি ভবনের লিফট থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।

নিহত কিশোরীর নাম সাবিকুর নাহার সাবু (১৩)। সে প্যারিস প্যারাডাইস নামের ওই ভবনের একটি বাসার গৃহকর্মী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে প্যারিস প্যারাডাইস ভবনের নিরাপত্তা প্রহরী নুরুল ইসলাম (৪৯) এক ব্যক্তিকে ফোন করে জানান, লিফট অচল হয়ে তারা লিফটে আটকে পড়েছে। তিনি দ্রুত তাদের উদ্ধারের অনুরোধ জানান। এ সময় সে নিজেকে আহত দাবি করার পাশাপাশি লিফটে এক কিশোরীর মৃতদেহ রয়েছে বলে জানান।

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বিকেলে আটকে পড়া লিফটে রশি নামিয়ে আহত নিরাপত্তা প্রহরী মো.নুরুল ইসলামকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পরে ভবনের দেয়াল কেটে লিফটে প্রবেশ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সাবিকুর নাহার সাবুর মরদেহ উদ্ধার করে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো.নাজমুল আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট একসঙ্গে কাজ করে দীর্ঘ ৩ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে এক কিশোরীর মৃতদেহ ও মো.নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আহতবস্থায় উদ্ধার করে।”

About

Popular Links