Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তিন বন্ধু ঘুরতে বের হয়েছিলেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:৪১ পিএম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) ভোর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হচ্ছেন- মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।

আরও পড়ুন- একই মোটরসাইকেলে বাবা-ছেলে-নাতি, বাসচাপায় মৃত্যু

এদের মধ্যে জজ মিয়া একটি প্রিন্টিং প্রেসে চাকরি করেন, আল আমিন দুগ্ধ খামারে চাকরি করেন এবং মেহেদী হাসান চালের ব্যবসা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে তারা ঘুরতে বের হয়েছিলেন। ভোরের দিকে খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনজন মারা গেছেন। 

আরও পড়ুন- মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x