Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

শুরু হল মিস ওয়ার্ল্ড ২০১৮'র গ্র্যান্ড ফিনালে!

লাইভ দেখতে স্ট্রিম করুন এখানে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ পিএম

শুরু হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৮তম গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত এই পর্বে সুন্দরীদের তালিকায় রয়েছেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। 

প্রতিযোগীতায় শীর্ষ তিনে রয়েছেন ঐশী। নেপাল ও মঙ্গোলিয়ার পর অবস্থান তার। সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন নেপালের শৃঙ্খলা খাতিওয়ারা। তার ভোট ৩০ দশমিক ৫২ শতাংশ। মঙ্গোলিয়ার এনখ্রিমা এরদেনেবাতার ১৬ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এরপরই ৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন ঐশী। 

গ্র্যান্ড ফিনালে শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছিল পছন্দের প্রতিযোগীকে ভোটের সুযোগ।

শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় শুরু হওয়া ‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করছে জুম টেলিভিশন।

জুম টেলিভিশনের লাইভ স্ট্রিমিং-এ গেলেই সরাসরি দেখতে পাবেন ‘মিস ওয়ার্ল্ড ২০১৮'র গ্র্যান্ড ফিনালে। 


আরও পড়ুন- ‘মিস ওয়ার্ল্ড’-এ আজ ঐশীকে জেতাতে ভোট দিবেন যেভাবে

আরও পড়ুন- ‘মিস ওয়ার্ল্ড’-এ আজ জানা যাবে ঐশীর ভাগ্যAbout

Popular Links