Monday, July 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়া সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

ভারতীয় নাগরিক হিটলারকে ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০ রুপিসহ আটক করেছে বিজিবি

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৭:২০ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ জিল্লার মন্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার রায়পাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলারের ৮৪/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন- বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার ৪৭বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি এলাকার সীমান্ত পিলার থেকে গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় নাগরিক হিটলারকে ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০ রুপিসহ আটক করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাকে মাদকদ্রব্য ও রুপিসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

   
Banner

About

Popular Links

x