Tuesday, June 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় ছাত্রীর ‘আত্মহত্যা’

ফাহিমা গণিতে অকৃতকার্য হয়। গণিত ছাড়া বাকি সকল বিষয়ে জিপিএ- এ এবং এ মাইনাস লাভ করে

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০১:০০ পিএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় সিলেটের গোয়াইনঘাটে এক পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

মৃত ফাহিমা বেগম ওই উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুল আজিজের মেয়ে। স্থানীয় বীরমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

আরও পড়ুন- ‘আর্জেন্টিনাকে সমর্থন' করা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

পুলিশ জানায়, ফাহিমা গণিতে অকৃতকার্য হয়। গণিত ছাড়া বাকি সকল বিষয়ে জিপিএ- এ এবং এ মাইনাস লাভ করে। কিন্তু গণিতে অকৃতকার্য হওয়ায় তার নিজ ঘরের তীরের সঙ্গে গরুর রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

অন্যদিকে, ওইদিন সকালে ফাহিমার মা-বাবা তার মামার বাড়িতে বেড়াতে যান। বিকালে বাড়িতে এসে দরজা লাগানো দেখে ঘরে ঢুকে ফাহিমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে জানায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমানে ফাহিমার লাশ ময়নাতদন্তের জন্য সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

About

Popular Links