Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৮ ডিসেম্বর থেকে

এ বছরও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম

২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছরও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। আবেদনের জন্য ফি দিতে হবে ১৫০ টাকা।

প্রত্যেক শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে পারবে আবেদনের সময়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের এই তারিখসহ অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সভায় অনলাইনে যোগ দেন। বাকিরা সশরীরে সভায় যোগ দেন।

বৈঠকে উপস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

নয়টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন পাস করেছে।

About

Popular Links