Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

হবিগঞ্জে আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু, দগ্ধ আরও ৩

একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচজন পুলিশ সদস্য থাকতেন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় রুবেল মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের ২নং পুল এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা সাংবাদিকদের জানান, দুই নম্বর পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচজন পুলিশ সদস্য থাকতেন। সোমবার একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চার পুলিশ সদস্য ঘুমিয়েছিলেন। ভোররাতে ওই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকারিয়া হায়দার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

   

About

Popular Links

x