Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভাস্থল অভিমুখে মানুষের ঢল

কক্সবাজার শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

কক্সবাজার নগরী কক্সবাজার সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার পৌঁছান তিনি। 

এরপর মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীতে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দুপুরে তিনি কক্সবাজার শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল ১০টার পরপরই বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগানে স্লোগানে জনসভাস্থলে প্রবেশ করছেন বিপুল জনতা।

বিশেষ রঙের টি-শার্ট ও টুপি পরিধানের পাশাপাশি বিভিন্ন নেতার ছবিসহ প্ল্যাকার্ড ও নৌকার নানা কারুকাজ তাদের হাতে দেখা যায়। যদিও ২টার পরেই প্রধানমন্ত্রী এই জনসভাস্থলে আসবেন। তারপরেও মানুষের স্রোত নেমেছে জনসভা অভিমুখে। ইতোমধ্যে চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কুতুবদিয়া-মহেশখালী আসনের আশেক উল্লাহ রফিককে জনসভাস্থলে আসতে দেখা গেছে।

জনসভাস্থল শেখ কামাল স্টেডিয়ামে তিনটি প্রবেশপথ রাখা হয়েছে। যার একটি ভিআইপি গেট। একটি সিনিয়র নেতা ও বিশেষ ব্যক্তিদের। অপরটি সাধারণ জনগণের জন্য। জনসভামঞ্চ থেকে নানা ঘোষণা হচ্ছে।

   

About

Popular Links

x