Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব কবির বিন আনোয়ার

কবির বিন আনোয়ার পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব  হিসেবে দায়িত্ব পালন করছেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ পিএম

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রবিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়

২২ জুন তাকে পানি সম্পদ  মন্ত্রণালয়ের সচিব থেকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়। ২০১৮ সাল থেকে তিনি সচিব হিসেবে এই মন্ত্রণালয়ে যোগ দেন।

সচিব হওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) পদে নিযুক্ত ছিলেন বিসিএস সপ্তম ব্যাচের এই কর্মকর্তা।

তিনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, প্রথম সচিব হিসেবে বাংলাদেশ অ্যাম্বাসি, হেগ, নেদারল্যান্ডে, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ে, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন।

পেশাগত পরিধির বাইরে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ব্যাপক সুনাম রয়েছে তার।

কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক লাভ করেন কবির বিন আনোয়ার।

About

Popular Links