মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আগামী বছরের ৩০ জুনের মধ্যে মুন সিনেমা হল মালিককে শত কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের একটি আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
এর আগে গত ৮ অক্টোবর চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে মুন সিনেমা হল মালিককে ওই টাকা পরিশোধের নির্দেশ দেন একই বেঞ্চ।
উল্লেখ্য, আপিল বিভাগের বেধে দেয়া ওই সময় ইতোমধ্যে শেষ গেছে। এরপর আরও চার মাস সময় চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
আদালত আবেদিত সময়ের চেয়ে আরও দুই মাস অতিরিক্ত সময় দিয়ে এই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে ৩০ জুন আদালতে অর্থ মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে স্বশরীরে হাজির হওয়ারও আদেশ দিয়েছেন।
এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি মুন সিনেমা হল মালিককে ৯৯ কোটি টাকা দেয়ার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।