Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্ট ঘুরে নির্বাচনে ফিরলেন হিরো আলম

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০৪:৩২ পিএম

হিরো আলমের বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে হিরো আলমের পক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট কাওছার আলী।

এর আগে বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। তবে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ।

হিরো আলম নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরের জমা দেওয়া তালিকায় গরমিল পাওয়া যায় বলে রিটার্নিং কর্মকর্তা জানান। কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর লাগে।  

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন হিরো আলম। আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।  

এর প্রেক্ষিতে গত রবিবার (৯ ডিসেম্বর) তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

About

Popular Links