Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৩:৫২ পিএম

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এটি রাতেও অব্যাহত থাকতে পারে এবাং  সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার থেকে বাংলা বর্ষপঞ্জির দশম মাস “পৌষ” শুরু হচ্ছে। এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশা দেখতে পায় ঢাকা নগরবাসী।

শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শপিংমল, ফুটপাথ ও দোকানপাটগুলোতে গরম কাপড় কিনতে মানুষের ভিড় বেড়েছে।

About

Popular Links