Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিজয় দিবসে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০২:২২ পিএম

বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের দেশের সীমান্তরক্ষী বাহিনী। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়। 

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ চন্দ্রের হাতে মিষ্টি ও প্রীতি উপহার তুলে দেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় দুই দেশের কর্মকর্তারা কুশল বিনিময় করেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি এবং বিএসএফ এমন উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

About

Popular Links