ঢাকার ডেমরা এলাকায় একটি পাঁচতলা ভবন থেকে পড়ে হালিমা বেগম নামে এক নারী এবং তার ১৫ মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) ডেমরা সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হলে সেও মারা যায়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নারী তার শিশু সন্তানসহ ভবনটি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে, রবিবার সকালে রাজধানীর দক্ষিণ বনশ্রী তিতাস রোডে নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে আজিজুর রহমান (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।