আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় নেওয়া হবে।”
মোমেন বলেন, “আর্জেন্টিনার পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে, মার্চে তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। দুই দেশের মধ্যে একটি ভাল সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।”

এর আগে ২০ ডিসেম্বর রাতে এক টুইট বার্তায় মেসিদের প্রেসিডেন্ট লিখেছেন, “ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আমরা যে বন্ধন এবং পারস্পরিক স্নেহ দেখেছি, তা বর্ণনাতীত। আজ দুই দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনায়) উড়ছে। আসুন এ বন্ধন আরও গভীর ও দৃঢ় করি।”
টুইট বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠিও প্রকাশ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
???? Gracias Sheikh Hasina y al pueblo entero de Bangladesh ❤️
— Alberto Fernández (@alferdez) December 20, 2022
La unión y el cariño mutuo que vimos en las últimas semanas se ha vuelto inexplicable, hoy aquí también flamean ambas banderas. Profundicemos este vínculo ? pic.twitter.com/VonwVdn3Ti
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে শুভেচ্ছা বার্তা পাঠান। এরপর মঙ্গলবার ওই চিঠির জবাবে এক টুইট বার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ আর্জেন্টাইন প্রেসিডেন্ট।