Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

১০ বছর আত্মগোপনের পর মিরপুরে ২২ মামলার আসামি গ্রেপ্তার

সাজা এবং গ্রেপ্তার এড়াতে প্রায় ১০ বছর আত্মগোপনে ছিলেন ফজলুর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

দিনাজপুরের বিরলে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ফজলুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন ফজলুর।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পলাতক ফজলুর বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের আকর গ্রামের বাসিন্দা।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, আদালতে সাজা ঘোষিতসহ ২২ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল ফজলুর রহমানের বিরুদ্ধে। সাজা ভোগ এবং বিচারের মুখোমুখি হতে গ্রেপ্তার এড়াতে প্রায় ১০ বছর যাবত আত্মগোপনে ছিলেন তিনি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অবস্থান চিহ্নিত করে শুক্রবার রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আদালতের জারি করা বিরল ও কোতোয়ালি থানায় ২২টি গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে ছিল। এর মধ্যে বিরল থানার ১৮টি মামলার মধ্যে আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষিত তিনটি, সিআর ১৪টি এবং জিআর মামলার আরেকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও কোতোয়ালি থানার মামলায় সাজা ঘোষিত একটি সাজাসহ আরও তিনটি সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে।

   

About

Popular Links

x