Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভোলায় গৃহস্থের বাড়িতে ডিম ভেজে ভাত খেয়ে গেলো সিঁধেল চোর!

অন্যান্য মালামালের সঙ্গে নিয়ে গেছে ঘরে থাকা আপেল-কমলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামের একটি বাড়িতে সিঁধ কেটে চুরি করতে এসে ঢুকে ডিম ভেজে ভাত খেয়ে গেছে চোরেরা। অন্যান্য মালামালের সঙ্গে করে নিয়ে গেছে ঘরে থাকা আপেল-কমলা। এমনটাই জানিয়েছেন বাড়ির মালিক রুহুল আমীন।

রবিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে তার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রুহুল আমীন পেশায় ঠিকাদার। ঢাকার উত্তরায় ঠিকাদারি ব্যবসা করেন।

রুহুল আমীন ঢাকা ট্রিবিউনকে জানান, রবিবার রাতে সিঁধ কেটে তার বসতঘরে ঢোকে চোরেরা। এ সময় ঘরের সঙ্গে লাগোয়া রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে ভাত খেয়েছে তারা। চুলার পাশে ফেলে রেখে গেছে ডিমের খোসা। ডিম রাখার পাত্রের কাছেই কিছু আপেল ও কমলা ছিল। যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে তারা।

তিনি বলেন, “চোর চক্রটি ঘরে ঢুকলেও আমার রুমে প্রবেশ করতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে। এজন্য মূল্যবান কোনো জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিং রুমে থাকা একটি হাতঘড়ি, দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।”

   

About

Popular Links

x