ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম কাউসার মাঝি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে কনেশ্বর ইউনিয়নের মাঝির টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডামুড্যা থানার এসআই শফিউল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে আসা ভাইকে নিয়ে কাউসার মাঝি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরভয়রা এলাকার দিকে যাচ্ছিলেন মাইক্রোবাসযোগে।
পথে কনেশ্বর মাঝির টেক এলাকায় ঘন কুয়াশায়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসআই শফিউল্লাহ বলেন, “পূর্ব ডামুড্যা ইউনিয়নের প্রবাসী একই পরিবারের সাতজন বাড়িতে আসছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর শুনে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করি। ঘটনাস্থলে কাউসার মাঝি মারা যান। আরেকজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ড্রাইভার পালিয়ে চলে যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।”