শহরের দৌলতপুরে মহেশ্বর পাশা গাজীর মোড় এলাকায় সোমবার সকালে এই দুঃখজনক ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার মোঃ শুকুর হাওলাদার(৩৫) স্থানীয় ক্যাবল অপারেটর এবং তার স্ত্রী মিনু আকতার (২৫) দু’জন গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
বাংলাদেশে এতিহ্যগতভাবেই বিশ্বকাপের মৌসুমে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকের এই রেষারেষি চলে।
শনিবার রাতে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ ‘ড্র’র পর আর্জেন্টিনা দলের সমর্থকদের নানানভাবে হেনস্তা করে ব্রাজিল সাপোর্টাররা। তারই জের ধরে রবিবার রাতে ব্রাজিলের ম্যাচ ‘ড্র’ হলে তাদের কৃতকর্মের ফলাফলটা ফেরত দেয় আর্জেন্টিনা সমর্থক দল।
পরে ব্রাজিল সমর্থকদের কয়েকজন এই দম্পতির বাড়িতে গিয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা।
ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসাইন বলেন, “আইনগতভাবে কোনো অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না।”
সোমবার রাত পর্যন্ত পাওয়া খবরে থানায় কেউ কোনো মামলা দায়ের করেনি।