রাজধানী ঢাকার একটি রাস্তায় রিকশাচালক পেটালেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেত্রী সুইটি আক্তার। এসময় রিকশাচালককে চড়-থাপ্পড় মারা ছাড়াও সেখানে জড়ো হওয়া স্থানীয় লোকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি।সুইটির এই অভব্য আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, রিকশার যাত্রী সুইটি রিকশাচালককে জোরে চালাতে বলেন। রিকশাচালক জানান, এর চেয়ে বেশি জোরে চালাতে পারবেন না। এতেই সুইটি ক্ষিপ্ত হয়ে চড়াও হন চালকের ওপর। রিকশা থেকে নেমে চালককে চড়-থাপ্পড় মারতে থাকেন। এরপর আবারো রিকশায় উঠে হাতে থাকা ব্যাগ দিয়ে মারতে উদ্যত হন।
পুরোটা সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন তিনি। এ সময় আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে তাদের দিকেও তেড়ে যান সুইটি।
সুইটি আক্তার পাঠানো আওয়ামী লীগের বহিস্কারাদেশ। ছবি: সৌজন্যে।
এ ঘটনায় অভিযুক্ত সুইটিকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর (রূপনগর থানার আংশিক ও মিরপুর থানার আংশিক) ওয়ার্ড।