Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ সৌদি প্রবাসী আটক

বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের এক নম্বর হেবি লাগেজ গেট থেকে তাকে আটক করা হয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০২:৪০ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৭ জানুয়ারি) বিকালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের এক নম্বর হেবি লাগেজ গেট থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রুবেল হোসেন। তিনি চাঁদপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, বিমানবন্দরে সৌদি প্রবাসী রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে অফিসে এনে তার লাগেজ থেকে ১৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে প্রথাগত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

   

About

Popular Links

x