Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ঋণে জর্জরিত চা বিক্রেতার ‘আত্মহত্যা’

 বেচাকেনা শেষে রাতে বাবা-ছেলে দোকানেই ঘুমিয়ে পড়েন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ এএম

গাজীপুরের শ্রীপুরে ঋণের চাপে আমজাদ হোসেন (৫০) নামে এক চা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ জৈনা বাজারে তার নিজ দোকান থেকে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

আমজাদ হোসেন গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার জলিল পাড়া গ্রামের বাসিন্দা। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থেকে  জৈনা বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।  

মৃতর বড় ছেলে আব্দুর রহিম জানান, তার বাবা ৭-৮ বছর ধরে জৈনা বাজারে চা বিক্রি করেন। তার আরেক ভাই আব্দুল্লাহ বাবাকে দোকানে সহযোগিতা করেন। তার বাবা কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত সুদে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধের জন্য কয়েকদিন যাবত পাওনাদাররা তাকে চাপ দিচ্ছিলেন।এ কারণে তার বাবা মানসিক চাপে আতত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন আব্দুর রহিম।

তিনি জানান , মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বেচাকেনা শেষে বাবা-ছেলে দোকানেই ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে ঘুম ভাঙলে আব্দুল্লাহ তার বাবাকে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন।

শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমজাদ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

   

About

Popular Links

x