পটুয়াখালীতে ইয়াবাসহ আমান উল্লাহ আমান (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আমান “টিকটকার আমান” নামেও পরিচিত। সম্প্রতি মদের বোতল নিয়ে তার করা টিকটক ভিডিও ভাইরাল হয়। এ ঘটনার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) রাতে তাকে জেলার গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পটুয়াখালী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ১১০টি ইয়াবা ট্যাবলেটসহ আমানকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি পুলিশ।
ওসি বলেন, সস্তা জনপ্রিয়তার আশায় সম্প্রতি আমান বিদেশি মদের বোতল এবং মদ্যপানের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একাধিক ভিডিও আপলোড করে।
সূত্র জানায়, ডিবি পুলিশের মামলায় মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।