Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় পাটকলের গুদামে আগুন, ‘তিন কোটি টাকার’ ক্ষতি

আগুনে গুদামে রাখা ৪৫০ টন পাটের বেশিরভাগই পুড়ে গেছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:১১ পিএম

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফাইট জুট মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত “তিন কোটি” টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে জুট মিলের সুপারভাইজার আরফান আলী বলেন, “রবিবার রাত সাড়ে ৯টার দিকে মিলের বৈদ্যুতিক খুঁটির সংযোগস্থলে ব্যারেল (ডিওএফসি) বিস্ফোরণ ঘটে। এতে বৈদ্যুতিক তারে আগুন লেগে গুদামে ছড়িয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমাদের শ্রমিকসহ আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গুদামে রাখা বেশিরভাগ পাট পুড়ে যায়।”

ক্ষতিগ্রস্ত পাটকলটির মালিক সুভাষ প্রসাদ কানু ঢাকা ট্রিবিউনকে বলেন, “বৈদ্যুতিক খুঁটির সংযোগস্থল থেকে বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামে রাখা ৪৫০ টন পাটের বেশিরভাগই পুড়ে গেছে। এতে আমার প্রায় তিন কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।”

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সাব-অফিসার সুলতান আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তের পর জানানো যাবে।”

About

Popular Links