Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

তুরস্কে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

এছাড়া আরও তিনিটি মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ পিএম

ধ্বংসস্তূপের নিচে চাপা ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল। এছাড়া তিনিটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার।

বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন/ সংগৃহীত

শাহজাহান সিকদার বলেন, “৮ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দলটি। ৯ ফেব্রুয়ারি রাতে তারা তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে আরও ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামান শহরে পৌঁছে তারা অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।”

উদ্ধারকারী দলটিতে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্য, ১০ জনের একটি মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।

   

About

Popular Links

x