Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

১৪ ফেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ এক দম্পতি আবাসিক হোটেলের কক্ষটি ভাড়া নেন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

কক্সবাজারে “সী আলিফ” নামে একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সুমা দে (৩৫)। তিনি চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের ওই হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “১৪ ফেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ এক দম্পতি আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নেন। তারা কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তারা সবাই স্বাভাবিক ছিলেন। কিন্তু হঠাৎ তাদের কক্ষ খোলা দেখে হোটেলবয় গিয়ে দেখেন মা এবং চার বছর বয়সী মেয়ের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর দুই ছেলেসহ নিখোঁজ স্বামী।”

ওসি আরও বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য বের করার চেষ্টা চলছে।”

About

Popular Links