Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওসির অপসারণ চেয়ে লতিফ সিদ্দিকীর অবস্থান ধর্মঘট

শেষ খবর পাওয়া পর্যন্ত রাতে থাকার জন্য সেখানে তাঁবু তৈরি করা হয়েছে। আপাতত সেখানেই রয়েছেন লতিফ সিদ্দিকী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:১৯ পিএম


টাঙ্গাইলের কালিহাতী থানার ওসির প্রত্যাহার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছেন একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার (১৬ ডিসেম্বর) বেলা সোয়া ২টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ধর্মঘট শুরু করেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাতে থাকার জন্য সেখানে তাঁবু তৈরি করা হয়েছে। আপাতত সেখানেই রয়েছেন লতিফ সিদ্দিকী।

প্রসঙ্গত, রবিবার নির্বাচনী প্রচারণার সময় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈলে আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় তার বহরের চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন লতিফ সিদ্দিকী। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ী করেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও কালিহাতী থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানান সিদ্দিকী।

পরে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন তিনি।

   

About

Popular Links

x